বিনোদচন্দ্ৰ চক্রবর্তী (১৯০৯ – ২৫-৪-১৯৭৩) ময়মনসিংহ। অল্প বয়সেই তিনি যুগান্তর দলে যোগ দেন। পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগে দেশের কাজে অনেকবার কারাবরণ করেন। অবিভক্ত বাঙলার আইন সভার সদস্য ও বহুদিন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। দেশবিভাগের পর পূর্ব-পাকিস্তানে তাকে কয়েক বছর বন্দী জীবন কাটাতে হয়েছিল। মুক্তিলাভের পর পাকিস্তান গণ-পরিষদের সদস্য হন। কলিকাতা সংগ্ৰামী বিপ্লবী সমিতির সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« বিনোদ ধাড়া
« বিনোদ ধাড়া
পরবর্তী:
বিনোদবিহারী মুখোপাধ্যায় »
বিনোদবিহারী মুখোপাধ্যায় »
Leave a Reply