বিনোদ গোস্বামী। বোঁয়াই-বর্ধমান। খ্যাতনামা ধ্ৰুপদী ও কথক। কলিকাতায় প্রথম গান শেখেন ক্ষেত্রমোহন গোস্বামীর কাছে। পরে মুরাদ খাঁর শিষ্য হন। শিক্ষার্থী অবস্থায় আসরে গান গেয়ে গুরু মুরাদ খাঁর কাছ থেকে, তাঁর ‘মুরেঠা’ উপহার পান। গুণী গায়ক হয়েও সঙ্গীত ব্যবসায়ী হননি। তাঁর বৃত্তি ছিল কথকতা।
পূর্ববর্তী:
« বিধুশেখর ভট্টাচাৰ্য শাস্ত্রী, মহামহোপাধ্যায়
« বিধুশেখর ভট্টাচাৰ্য শাস্ত্রী, মহামহোপাধ্যায়
পরবর্তী:
বিনোদ ধাড়া »
বিনোদ ধাড়া »
Leave a Reply