বিনয়কৃষ্ণ দেব (আগস্ট ১৮৬৬ – ১-১২-১৯১২) কলিকাতার শোভাবাজার রাজপরিবারে জন্ম। কমলকৃষ্ণ। বাংলা সাহিত্যের একনিষ্ঠ সাধক বিনয়কৃষ্ণ ১৮৮৩ খ্রী. শোভাবাজারে ‘বেনেভোলেন্ট সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। ২৩-৭-১৮৯৩ খ্রী. তাঁর বাড়িতে রমেশচন্দ্র দত্তের সভাপতিত্বে ‘The Bengal Academy of Literature’ সংস্থা (বর্তমান বঙ্গীয় সাহিত্য পরিষদ) প্রতিষ্ঠিত হয়। এদিনের সভায় তিনি একাডেমির সভাপতি ও ক্ষেত্রপাল চক্রবর্তী যোগশাস্ত্রী সম্পাদক নির্বাচিত হন। স্যার সুরেন্দ্রনাথের রাজনৈতিক শিষ্য ছিলেন। কলিকাতা মিউনিসিপ্যাল বিল ১৮৯৭-এর প্রতিবাদে আগস্ট ১৮৯৮ খ্রী. থেকে অনুষ্ঠিত বিভিন্ন সভায় সভাপতিত্ব করেন। লর্ড কার্জনের দৃঢ়তায় এই বিল অ্যাক্ট-এ পরিণত হলে স্যার সুরেন্দ্রনাথ, বিনয়কৃষ্ণ প্রমুখ ২৮ জন কাউন্সিলর পদত্যাগ করেন। বিবাহে সম্মতিদানের বয়স-সংক্রান্ত ব্যাপারে রক্ষণশীল ধর্মমতের পরিচয় দেন। ১৮৯২ খ্রী. তিনি ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে’ যোগ দেন এবং তাঁর সভাপতি হন। বঙ্গভঙ্গ-রোধ আন্দোলনের সময় রাজনীতি থেকে অবসর নেন। সম্রাট সংবর্ধনা ও মূর্তি নির্মাণ তহবিলে অর্থসাহায্য করে ১৯১০ খ্রী. ‘রাজা বাহাদুর’ উপাধি পান। বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯০৫ খ্রী. প্রকাশিত তাঁর ‘Early History and Growth of Calcutta’, ভারতীয়ের লেখা কলিকাতা সম্পর্কে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। অপর গ্রন্থ ‘পঞ্চপুষ্প প্রভৃতি। তাঁর স্ত্রী জ্যোতিষ্মতী (প্ৰসন্নকুমার সর্বাধিকারীর কন্যা) ভাল বাংলা ও ইংরেজী জানতেন এবং বাংলায় কবিতা রচনা করতেন।
পূর্ববর্তী:
« বিনয়কৃষ্ণ দত্ত
« বিনয়কৃষ্ণ দত্ত
পরবর্তী:
বিনয়কৃষ্ণ বসু »
বিনয়কৃষ্ণ বসু »
Leave a Reply