বিনয়কুমার সরকার (২৬-১২-১৮৮৭ – ২৬-১১-১৯৪৯) মালদহ। পৈতৃক নিবাস সেনাপতি-বিক্রমপুর-ঢাকা। সুধন্যকুমার। ১৯০১ খ্রী. মালদহ জেলা স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে এন্ট্রান্স, ১৯০৫ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে ঈশান স্কলারশিপ সহ বি.এ. ও ১৯০৬ খ্ৰী. এম.এ. পাশ করেন। তিনি ইংরেজী ও বাংলা ছাড়া আরও ৬ টি ভাষা জানতেন। ছাত্রাবস্থায় (১৯০২) তিনি ‘ডন সোসাইটি’তে যোগদান করেন। বিদেশে শিক্ষার জন্য সরকারী বৃত্তি ও ডেপুটির চাকরি পেয়েও তা প্রত্যাখ্যান করে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেন। ১৯০৭–১১ খ্ৰী. মধ্যে বঙ্গীয় জাতীয় শিক্ষা-পরিষদে অধ্যাপনাকালে মালদহে অনেকগুলি বিদ্যালয় স্থাপন করেন এবং জাতীয় শিক্ষা-বিষয়ক বহু গ্ৰন্থ রচনা করেন। ইউরোপীয় প্রখ্যাত লেখকদের কয়েকটি গ্রন্থেরও অনুবাদ করেছিলেন। ১৯০৯ খ্রী. এলাহাবাদ পাণিনি কাৰ্যালয়ের গবেষক ছিলেন। ১৯১৪ খ্রী. থেকে ১৯২৫ খ্রী. তিনি বিশ্ব-পর্যটন করেন এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯২৬–১৯৪৯ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক ছিলেন। তিনি ধনবিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা ও ‘আর্থিক উন্নতি’ মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত গ্ৰন্থ-সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘নিগ্ৰেজাতির কর্মবীর’, ‘বর্তমান জগৎ’ (১৩ খণ্ড), ‘ধনদৌলতের রূপান্তর’, ‘চীনা সভ্যতার অ আ ক খ’, ‘Creative India’, ‘The Science of History and the Hope of Mankind’, ‘Love in Hindu Literature’, ‘Hindu Achievements in Exact Science’, ‘Political Theories and institutions of the Hindus’, ‘The Futurism of Young Asia’, ‘Sociology of Young Asia’, ‘Sociology of population’, ‘The Positive Background of Hindu Sociology’, ‘Economic Development’, ‘Sociology of Races, Cultures and Human Progress’, ‘Villages and Towns as Social Patterns’ ইত্যাদি। বিদেশে ভারতের স্বাধীনতা-সংগ্ৰামী বিপ্লবীদের নানাভাবে সাহায্য করতেন। তাঁর অনুজ ধীরেন সরকার প্রবাসী বিপ্লবীদের অন্যতম ছিলেন। তাছাড়া তাঁর উদ্যোগে বহু ছাত্র বিদেশে উচ্চশিক্ষা লাভের অনেক সুযোগ পেয়েছে। স্বাধীন ভারতের বাণী প্রচারের জন্য আমেরিকা সফরকালে তাঁর মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« বিনয়কুমার বসু
« বিনয়কুমার বসু
পরবর্তী:
বিনয়কুমারী ধর »
বিনয়কুমারী ধর »
Leave a Reply