বিনয়কুমার দাস (৮-১১-১৮৯১ – ২৮-৪-১৯৩৫) ব্যাঁটরা-হাওড়া। বসন্তকুমার। খ্যাতনামা বৈমানিক ও ব্যবসায়ী। ১৫ বছর বয়সে অ্যাপকার অ্যান্ড কোম্পানীতে শিক্ষানবীশ হিসাবে যোগ দিয়ে জাপানে প্রেরিত হন। পি-এন দত্ত কোম্পানীতে কাজ করার সময় ইংলন্ড ও ইউরোপে গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরে নিজ প্রতিষ্ঠিত বি. কে. দাস অ্যান্ড কোম্পানীর পক্ষ থেকে বি, এন রেলওয়ের কনট্র্যাক্টর হন। ১৯২৯ খ্রী তিনি বেঙ্গল ফ্লাইং ক্লাবের সহায়তায় বিমানচালনা শিখে ১৯৩০ খ্রী. পাইলট লাইসেন্স পান এবং নিজেই একখানি বিমান কিনে নানা স্থানে ভ্ৰমণ করেন। ভারতে বিমান অবতরণের উপযুক্ত ক্ষেত্র তিনি অনুসন্ধান করেন এবং প্রধানত তাঁরই চেষ্টায় বদরিকাশ্ৰম প্রভৃতি স্থানে বিমান অবতরণ-ক্ষেত্ৰ প্ৰস্তুত হয়। বিমান-চালনা-কৌশল প্ৰদৰ্শন প্ৰতিযোগিতায় অপর বৈমানিক ডি. কে. রায়ের বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে উভয়ে নিহত হন।
পূর্ববর্তী:
« বিনয় ঘোষ
« বিনয় ঘোষ
পরবর্তী:
বিনয়কুমার বসু »
বিনয়কুমার বসু »
Leave a Reply