বিধুভূষণ সেনগুপ্ত (১৮৮৯ – ৭-৬-১৯৬৭)। ত্রিপুরা। কলিকাতা সিটি কলেজের ছাত্র। ১৯১৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. পাশ করেন। ১৯১৮ খ্রী. ‘বেঙ্গলী’ পত্রিকায় সাংবাদিক-জীবনের হাতেখড়ি। পরে ‘ডেইলী নিউজ’ পত্রিকায় যোগ দেন। ঐ পত্রিকার প্রেসটি পরে দেশবন্ধু চিত্তরঞ্জন কিনে স্বরাজ্য পার্টির ‘ফরোয়ার্ড’ পত্রিকা প্ৰকাশ করেন। এখানে চাকরি না পেয়ে পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তীর ‘সার্ভেন্ট’ পত্রিকায় যোগ দেন। এই সময়ে রয়টার ও অ্যাসোসিয়েটেড প্রেস ‘সার্ভেন্ট’ পত্রিকায় সংবাদ পরিবেশন বন্ধ করলে রাতারাতি একটি ভারতীয় সংবাদ সরবরাহ প্ৰতিষ্ঠান ‘ফ্রি প্রেস অফ ইণ্ডিয়া’ গঠিত হয়। প্ৰথমে ‘সার্ভেন্ট’ এবং ক্ৰমে অন্যান্য সংবাদপত্র তাদের সঙ্গে সংবাদ-গ্ৰহণের চুক্তি করে। বিধুভুষণ এই প্রতিষ্ঠানে যোগ দেন। ১-৯-১৯৩৩ খ্রী. এই সংস্থার নাম হয় ‘ইউনাইটেড প্রেস অফ ইণ্ডিয়া’। ১৯৫৮ খ্রী. তিনি এই সংস্থার ডিরেক্টর হন। তিনি যুক্তপ্রদেশে নিউজ প্রিন্টের কারখানা স্থাপন, করেছিলেন। রচিত গ্ৰন্থ : ‘ত্রিপুরার কথা’, ‘সাংবাদিকের স্মৃতিকথা’।
পূর্ববর্তী:
« বিধুভূষণ ভট্টাচাৰ্য, সপ্ততীর্থ
« বিধুভূষণ ভট্টাচাৰ্য, সপ্ততীর্থ
Leave a Reply