বিধুভূষণ বসু (২৭-৫-১৮৭৪ – ৩১-১-১৯৭২) খুলনা। স্বদেশী যুগে তাঁর অগ্নিবৰ্ষী লেখনী স্বাধীনতা-সংগ্ৰামীদের প্রেরণা দিয়েছে। সাহিত্য এবং দেশসেবার জন্য তাকে বহু নির্যাতন সহ্য করতে হয়। ১৯০৯ খ্রী. ‘শিকার’ নামে দেশাত্মবোধক উপন্যাস রচনার জন্য ৪ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনেও কারারুদ্ধ থাকেন। তাঁর অসংখ্য কবিতা, গল্প ও গান একসময় খুবই জনপ্রিয় ছিল। প্ৰধানত স্বাধীনতা আন্দোলন নিয়েই গল্প ও উপন্যাস রচনা করেছেন। স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধবাদী এক এম.এল.এ. পদপ্রার্থী জমিদারকে ব্যঙ্গ করে ‘ভোটরঙ্গ’ লিখে মানহানির দায়ে পড়েন। ১৯২৮ খ্ৰী. পুত্ৰশোক ভুলতে একমাসে ৭ টি উপন্যাস লিখেছিলেন। হিন্দী ও গুজরাটীতেও তাঁর রচনা অনুদিত হয়েছে। তাঁর ‘অমৃতে গরল’ উপন্যাসটি বিশেষ প্ৰশংসা পেয়েছিল। ৮৬ বছর বয়স পর্যন্ত অবিরাম লিখে গেছেন। তাঁর রচিত ‘রক্তক্ষয়’ ও ‘মীরকাশিম’ নাটক দুটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে। তাঁর ‘দাদা’ নাটক মুকুন্দ দাস অভিনয় করেন।
পূর্ববর্তী:
« বিধানচন্দ্র রায়, ডাঃ
« বিধানচন্দ্র রায়, ডাঃ
পরবর্তী:
বিধুভূষণ ভট্টাচার্য »
বিধুভূষণ ভট্টাচার্য »
Leave a Reply