বিদ্যুৎপ্রভা বসু, ডাঃ (১৮৯০ – ১৮-১-১৯৮৩) চোরবাগান-কলিকাতা। সমাজসেবী। ১৯১৬ খ্রী. রবীন্দ্রনাথ যে পাঁচ দফা পল্লী পুনর্গঠন কাজ শুরু করেন তাতে প্ৰথম মহিলা স্বেচ্ছাকমী। মিশনারি স্কুলে শিক্ষালাভ করে উত্তরবঙ্গে পতিসরে এক বছর তিনি পল্লীর পুনর্গঠনের কাজ করেন। পরে শান্তিনিকেতনে ফিরে রবীন্দ্রনাথের বিশেষ শিক্ষা ও ক্রমে শিক্ষিকার কাজে আত্মনিয়োগ করেন। কয়েক বছর পরে শান্তিনিকেতন ছেড়ে ডাক্তারী পড়া শেষ করে গয়ায় বসবাস করতে থাকেন।
পূর্ববর্তী:
« বিদ্যাপতি
« বিদ্যাপতি
পরবর্তী:
বিধানচন্দ্র রায়, ডাঃ »
বিধানচন্দ্র রায়, ডাঃ »
Leave a Reply