বিদ্যাধর ভট্টাচাৰ্য (১৭শ/ ১৮শ শতাব্দী)। সন্তোষরাম। তিনি গণিত, জ্যোতিষ, পূর্তবিদ্যা, রাজনীতি প্রভৃতি বিষয়ে পারদর্শী ছিলেন। অম্বরপতি সওয়াই জয়সিংহ তাঁর নানা গুণের পরিচয় পেয়ে তাকে মন্ত্রী নিযুক্ত করেন। তাঁর প্রস্তুত নকশা থেকেই বর্তমান জয়পুর শহর নির্মিত হয়। বিখ্যাত ঐতিহাসিক টডের ‘রাজস্থানে’ও তাঁর উল্লেখ আছে।
পূর্ববর্তী:
« বিদিত লাল দাস
« বিদিত লাল দাস
পরবর্তী:
বিদ্যাপতি »
বিদ্যাপতি »
Leave a Reply