বিজ্ঞানানন্দ স্বামী (১২৭৪ – ১২-১-১৩৪৫ ব.)। পূর্বনাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। পুনা ইঞ্জিনীয়ারিং কলেজ থেকে পাশ করে আগ্ৰা-অযোধ্যা প্রদেশের পূর্ত বিভাগে কাজ করতেন। পরমহংসদেবের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং এলাহাবাদের মুটিগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের অধ্যক্ষ থাকাকালে তাঁর মৃত্যু হয়। তিনি ‘সূর্যসিদ্ধান্ত’ নামক জ্যোতিষ গ্রন্থের বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« বিজিতেন্দ্ৰনাথ ঘোষ
« বিজিতেন্দ্ৰনাথ ঘোষ
পরবর্তী:
বিজয় পণ্ডিত »
বিজয় পণ্ডিত »
Leave a Reply