বিজিতেন্দ্ৰনাথ ঘোষ (? – ৫-৭-১৯৮২) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাউন-প্ল্যানার ও আর্কিটেক্ট। দিল্লী স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এর ডাইরেক্টর ছিলেন। কর্মজীবনে তাঁর অন্যতম কীর্তি মরুভূমি শহর জয়সলমীরে অনবদ্য স্থাপত্যকলার নিদর্শন আবিষ্কার। দিল্লীর সীমান্তে নিমীয়মান এশিয়ার বৃহত্তম উপনগরী রোহিনী কমপ্লেকস-এর রূপকার। জরুরী অবস্থার সময়ে ভারতের ছোট ও মাঝারি শহরগুলির জনসংখ্যা এবং অর্থনৈতিক ও সামাজিক কাঠামো সম্পর্কে ব্যাপক পরীক্ষা চালাবার জন্য যে একটি টাসিক ফোর্স গঠিত হয় তার অন্যতম সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« বিজলীবিহারী সরকার
« বিজলীবিহারী সরকার
পরবর্তী:
বিজ্ঞানানন্দ স্বামী »
বিজ্ঞানানন্দ স্বামী »
Leave a Reply