বিজলীবিহারী সরকার (১৭-১১-১৮৯৩ – ২৮-২-১৯৭২) কলিকাতা। বিপিনবিহারী। শৈশবে নেপালের রাজচিকিৎসক পিতারকর্মস্থলে শিক্ষা শুরু। মাতা হেমলতা ছিলেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর কন্যা এবং দাৰ্জিলিং মহারানী গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাত্রী ও বহু গ্রন্থের রচয়িত্রী। ১৯১২ খ্ৰী. দাৰ্জিলিং স্কুল থেকে ম্যাট্রিক, ১৯১৫ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে ফিজিওলজিতে অনার্সসহ বিএস-সি এবং ১৯১৮ খ্রী. ফিজিওলজিতে এম.এস-সি পাশ করেন। প্রেসিডেন্সী কলেজে কিছুদিন ডেমনষ্ট্রেটর ছিলেন। ১৯১৯ খ্রী. উচ্চশিক্ষার্থে বিলাত যান। ১৯২১ খ্রী. এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিএস-সি উপাধি পান। তাঁর গবেষণার ফল ‘সরকারর্স গ্যাংলিয়ন’ নামে পরিচিত হয়। ১৯২২ খ্রী. তিনি F.R.S.E. ডিগ্রি লাভ করেন। এই বছরই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে তিনি প্ৰথমে অনারারি লেকচারার পদে যোগ দেন এবং ক্ৰমে ১৯৩৯ খ্রী.এই বিভাগের প্রধান হয়ে ১৯৫৯ খ্রী অবসর নেন। ১৯৪৯ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেসে শরীরতত্ত্ব বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ব্ৰাহ্ম এড়ুকেশন সোসাইটি, সাধারণ ব্ৰাহ্মসমাজ ও ভারতের ফিজিওলজিক্যাল সোসাইটির সভাপতি প্রভৃতি বহু সংস্থার সদস্য ছিলেন। নিপুণ অশ্বারোহী ছিলেন। প্রথম মহাযুদ্ধে লাইট হর্স রেজিমেন্টে যোগ দেন। হকি খেলায় উৎকর্ষ লাভ করে মোহনবাগান দলের হয়ে প্রথম বিভাগে বাইটন কাপ প্ৰতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কবি সাহিত্যিক সুনীতি দেবী তাঁর স্ত্রী।
পূর্ববর্তী:
« বিজন সেন
« বিজন সেন
পরবর্তী:
বিজিতেন্দ্ৰনাথ ঘোষ »
বিজিতেন্দ্ৰনাথ ঘোষ »
Leave a Reply