বিজয় সেন। রাঢ়দেশ। বঙ্গের পাল বংশের সামন্তরাজ হেমন্ত। বিজয় সেনও প্রথম জীবনে সামন্তরাজ ছিলেন। আনুমানিক ১০৯৭ খ্রী. তিনি গৌড়ের অধিপতিকে পরাজিত করে গৌড়ের অধিশ্বর হন। দেওপাড়া লিপি থেকে জানা যায় যে, তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ প্রভৃতির রাজগণ ও অপরাপর দলপতিকে যুদ্ধে পরাজিত করে এক বিরাট রাজ্য গড়ে তুলেছিলেন। তাছাড়া পূর্ববঙ্গের যাদববংশকে পরাজিত করে বিক্রমপুর রাজ্য দখল করেন এবং পূর্ববঙ্গে বিজয়পুর নামে একটি নূতন রাজধানী স্থাপন করেন। তিনি নিজ ক্ষমতাবলে বাঙলার নিরাপত্তা-বিধান করে শাসনকার্যে যে শৃঙ্খলা এনেছিলেন তাঁর পরিচয় পাওয়া যায় সমসাময়িক কবি উমাপতি ধরের রচনায়। ‘বিজয়-প্ৰশস্তি’-রচয়িতা শ্ৰীহৰ্যের রচনায়ও বিজয় সেনের কার্যকলাপের প্রশংসা রয়েছে। তিনি শৈব ছিলেন এবং তাঁর সময়ে বৈদিক ধর্মের পুনরভু্যদয় হয়। নরপতি বল্লাল সেন তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« বিজয় বসু
« বিজয় বসু
পরবর্তী:
বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় »
বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply