বিজয়রত্ন সেন, কবিরঞ্জন, মহামহোপাধ্যায় (২০-১১-১৮৫৮ – ২১-৯-১৯১১) কাঁচদিয়া-ঢাকা। জগচ্চন্দ্ৰ। প্ৰথমে গ্রামের বাংলা বিদ্যালয়ে ও পরে কলিকাতায় সংস্কৃত এবং মাতুল গঙ্গাপ্রসাদ সেনের কাছে আয়ুর্বেদশাস্ত্ৰ অধ্যয়ন করেন। এই সময়ে কিছুদিন ইংরেজীও শিখেছিলেন। এরপর চিকিৎসা-ব্যবসায় শুরু করে কলিকাতার কুমারটুলি অঞ্চলে ঔষধালয় খোলেন। অল্পকালের মধ্যেই দেশে, এমন কি বিদেশেও তাঁর চিকিৎসা-নৈপুণ্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি ভারতবর্ষের বহু রাজপরিবারের চিকিৎসক ছিলেন। পাণ্ডিত্য ও চিকিৎসা-নৈপুণ্যের জন্য সরকার কর্তৃক ১৯০৮ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি ভূষিত হন। ছাত্রাবস্থায় তিনি প্রসিদ্ধ ‘অষ্টাঙ্গ-হৃদয়’ আয়ুর্বেদ-গ্ৰন্থ মূল ও টীকা সহ অনুবাদ করেন। এই গ্রন্থটির প্রচারের জন্য সরকার সাহায্য করেছিলেন। এছাড়া তিনি কয়েকখানি আয়ুৰ্বেদগ্ৰন্থও রচনা করেছিলেন। তাঁর ছাত্র যামিনীভূষণ রায় পরবর্তী কালে ‘অষ্টাঙ্গ আয়ুৰ্বেদ বিদ্যালয় ও হাসপাতাল’ স্থাপন করে তাঁর পরিকল্পনাকে রূপদান করেছেন। তিনি নিজে একটি আয়ুৰ্বেদ সভা স্থাপন করেছিলেন।
পূর্ববর্তী:
« বিজয়রত্ন মজুমদার
« বিজয়রত্ন মজুমদার
পরবর্তী:
বিজয়রাম »
বিজয়রাম »
Leave a Reply