বিজয়ভূষণ দাশগুপ্ত (১৩০৮? – ১৬-৮-১৩৭৬ ব.)। কর্মজীবনের সূচনায় সাংবাদিকতাকে বৃত্তি হিসাবে গ্ৰহণ করে ‘বাংলার বাণী’, ‘নবশক্তি’, ‘কেশরী’ প্রভৃতি পত্রিকাগুলি সম্পাদনা করেন। ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ পত্রিকা দুটির সঙ্গে কিছুকাল সহযোগী সম্পাদক হিসাবে যুক্ত ছিলেন। ‘যুগান্তর’ পত্রিকা প্রতিষ্ঠিত হলে ঐ পত্রিকার সহকারী সম্পাদকরূপে যোগ দিয়ে পরে যুগ্ম-সম্পাদক হন। ‘ভারতীয় বার্তাজীবী সঙ্ঘে’র সাধারণ সচিব ছিলেন।
পূর্ববর্তী:
« বিজয়চাঁদ মহাতাব
« বিজয়চাঁদ মহাতাব
পরবর্তী:
বিজয়রত্ন মজুমদার »
বিজয়রত্ন মজুমদার »
Leave a Reply