বিজয়চাঁদ মহাতাব (১৯-১০-১৮৮১ – ১৯৪১) বর্ধমান। বনবিহারী কাপুর। বর্ধমানের মহারাজা আফতাপচাঁদের বিধবা মহারানীর পোষ্যপুত্র। ১৮৯৯ খ্রী. প্ৰবেশিকা পাশ করেন। ১৮৯৭ খ্রী. ভারত সরকার তাকে ছ’শো বন্দুকধারী সৈন্য ও একচল্লিশটি কামান রাখার অধিকার দেন। ১৯০৩ খ্রী. দিল্পী · দরবারে তিনি বংশানুক্রমে ‘মহারাজাধিরাজ’ উপাধি ব্যবহার করার অধিকার পান। ১৯০৬ খ্রী. ইংল্যান্ড ও ইউরোপ ভ্ৰমণে যান। তিনি সঙ্গীতপ্রিয়, সংস্কৃত ভাষায় অভিজ্ঞ এবং বাংলা ভাষায় একজন সুলেখক ছিলেন। ‘বিজয়গীতিকা’ তাঁর রচিত সঙ্গীতগ্ৰন্থ। স্ত্রী-স্বাধীনতার পক্ষপাতী ছিলেন।
পূর্ববর্তী:
« বিজয়চন্দ্ৰ সিংহ
« বিজয়চন্দ্ৰ সিংহ
পরবর্তী:
বিজয়ভূষণ দাশগুপ্ত »
বিজয়ভূষণ দাশগুপ্ত »
Leave a Reply