বিজয়চন্দ্ৰ সিংহ (? – ১৯৩৩)। স্বনামধন্য কালীপ্রসন্ন সিংহের পালিত পুত্র, হোমিওপ্যাথি চিকিৎসানুরাগী বিজয়চন্দ্ৰ বহুমূত্র রোগের অ্যালোপ্যাথিক ঔষধ ইনসুলিনের হোমিওপ্যাথি সংস্করণ আবিষ্কার করেছিলেন। তাছাড়া, আয়ুর্বেদোক্ত বহুবিধ ভেষজকে তিনি হোমিওপ্যাথি ঔষধে পরিণত করেন। ভারতে তিনিই প্ৰথম উচ্চ ‘ডাইলিউশনের’ ঔষধ ব্যবহার করে সাফল্যলাভ করেন। কলিকাতা মেডিক্যাল কলেজে এবং তাঁর নিজ বাড়িতে একই সময়ে এক্স-রে মেসিন আনীত হয়। কলিকাতায় তিনিই প্ৰথম নিজের বাড়িতে বেতার-যন্ত্র রাখেন। মৎস্যতত্ত্ব আলোচনায় ও জ্যোতিষশাস্ত্ৰেও অনুরাগী ছিলেন। রসায়নচৰ্চা করে কয়েক রকম ঔষধ, শিশুখাদ্য এবং তরল সাবান তৈরি করেছিলেন। ‘অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটি’, ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রভৃতিতে আর্থিক সাহায্য করতেন। বহু অর্থব্যয়ে একটি পাউরুটির কারখানা এবং নিজ আবাসে রসায়নচর্চার জন্য বিজ্ঞানাগার স্থাপন করেন। তিনিও পিতার মত মহাভারতের একটি রাজসংস্করণ প্ৰকাশ করে বিতরণ করেছিলেন।
পূর্ববর্তী:
« বিজয়চন্দ্র মজুমদার
« বিজয়চন্দ্র মজুমদার
পরবর্তী:
বিজয়চাঁদ মহাতাব »
বিজয়চাঁদ মহাতাব »
Leave a Reply