বিজয়চন্দ্র মজুমদার (২৭-১০-১৮৬১ – ৩০-১২-১৯৪২) খানাকুল-ফরিদপুর। একজন সুকবি, ভাষাতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ ও গবেষক। তামিল, তেলেগু, ওড়িয়া প্রভৃতি অনেক ভাষা জানতেন। সম্বলপুরে আইন ব্যবসায় করতেন এবং প্ৰায় ৪০ বছর দেশীয় রাজ্য সোনপুরের রাজার আইন-উপদেষ্টা ছিলেন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক হন। চক্ষুরোগে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যান। সাধারণ ব্ৰাহ্মসমাজভুক্ত ছিলেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ: ‘কবিতা’, ‘যুগাপূজা’, ‘ফুলশর’, ‘যজ্ঞভস্ম’, ‘পঞ্চকমালা’ ও ‘হেয়ালি’। ‘থেরীগাথা’ এবং ‘গীতগোবিন্দ’ যথাক্রমে পালি ও সংস্কৃত থেকে বাংলায় তাঁর অনুদিত গ্রন্থ। ‘তপস্যার ফল’ তাঁর কথাসাহিত্য-রচনার উদাহরণ। ‘কথানিবন্ধ’ তাঁর গদ্য ও পদ্যে রচিত গ্ৰন্থ। ইংরেজীতে রচিত গ্রন্থ: ‘Elements of Social Anthropology’, ‘Aborigines of Central India’, ‘Orissa in the Making’, ‘History of the Bengali Language’ ইত্যাদি। সচ্চিদানন্দ ত্ৰিভুবনের ওড়িয়া রচনা বাংলায় অনুবাদ করে ১৯২৬ খ্রী. ‘সচ্চিদানন্দ গ্রন্থাবলী’ প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« বিজয়চন্দ্র চট্টোপাধ্যায়
« বিজয়চন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
বিজয়চন্দ্ৰ সিংহ »
বিজয়চন্দ্ৰ সিংহ »
Leave a Reply