বিজয়চন্দ্র চট্টোপাধ্যায় (১২৮৬ – ৫-৩-১৩৫০ ব.)। ১৯০৫ খ্রী. ব্যারিস্টার হন। বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেন এবং কিছুদিন অরবিন্দ ঘোষের বন্দেমাতরম পত্রিকায় যুগ্ম-সম্পাদকরূপে কাজ করেন। বিপিনচন্দ্ৰ পাল সম্পাদিত ‘নিউ ইন্ডিয়া’ পত্রিকা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। সূরাট কংগ্রেসে তিনি নরম ও চরমপন্থীদের মধ্যে আপোসের চেষ্টা করে ব্যর্থকাম হয়ে রাজনীতি থেকে অবসর নেন। অল্পদিনের মধ্যে আইন ব্যবসায়ে। প্রতিষ্ঠা অর্জন করে বহু রাজনৈতিক মামলা পরিচালনা করেন। হিজলী বন্দীনিবাসে গুলি চালনা বিষয়ে তদন্ত কমিটি গঠিত হলে তিনি জনসাধারণের পক্ষ থেকে প্রধান কৌসুলীরূপে উপস্থিত ছিলেন। বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলায় কুমার রমেন্দ্রনারায়ণের পক্ষে দেওয়ানী মামলা পরিচালনা করেন। হিন্দু মহাসভার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের জামাতা।
পূর্ববর্তী:
« বিজয়গুপ্ত
« বিজয়গুপ্ত
পরবর্তী:
বিজয়চন্দ্র মজুমদার »
বিজয়চন্দ্র মজুমদার »
Leave a Reply