বিজয়কৃষ্ণ ভট্টাচার্য (২০-৫-১৮৯৫ – ১৭-৯-১৯৭৫) হাওড়া। বিশিষ্ট শিক্ষাব্ৰতী ও দেশকর্মী। কিশোর বয়সেই শিবপুর অনুশীলন সমিতিতে যোগ দেন। ১৯১৭ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে এম.এ. পাশ করেন। ১৯১৯ খ্রী. সেন্ট পলস কলেজের অধ্যাপক নিযুক্ত হন। এই সময় শিক্ষাব্ৰতী বিনোদবিহারী হালদারের সহযোগিতায় শিবপুরে একটি প্রাথমিক বিদ্যালয় করেন। স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী ছিলেন। তাঁরই চেষ্টায় হাওড়ার প্রথম গার্লস কলেজ স্থাপিত হয়। ১৯৪৮ খ্ৰী. ছাত্রদের জন্য শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন স্থাপন করেন। শ্ৰীমৎ প্ৰজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয় প্রতিষ্ঠাতেও তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন। ১৯৩০ খ্রী লবণ আইন অমান্য আন্দোলনে হাওড়া জেলায় নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার হন। ১৯৩২ খ্রী. বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের পঞ্চম নায়ক নির্বাচিত হন; তাঁর উপর ছাত্র-সমাজকে আইন অমান্য আন্দোলনে নামাবার ভার পড়ে। এই কাজের ফলে তাঁর দু বছর সশ্রম কারাদণ্ড হয়। ১৯২৪ খ্রী. হাওড়া পৌরসভার নির্বাচনে–বিপুল ভোটে তিনি জয়ী হন। দেশসেবার কাজ ও কারাবরণের কারণে তাঁর কলেজের কাজটি চলে যায়। বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সহ-সভাপতি ও পরে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য হয়েছিলেন। ১৯৩৮ খ্রী. হাওড়া জেলা সংগঠন কর্মী সঙ্ঘ গঠন করেন। এ সময়ে তাঁর চেষ্টায় হাওড়ার বিভিন্ন গ্রামে দশটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ১৯৪৩ খ্রী. মন্বন্তরে হাওড়ায় বহু ত্ৰাণ সমিতি গঠন করেছিলেন।
পূর্ববর্তী:
« বিজয়কৃষ্ণ গোস্বামী
« বিজয়কৃষ্ণ গোস্বামী
পরবর্তী:
বিজয়কৃষ্ণ রায় »
বিজয়কৃষ্ণ রায় »
Leave a Reply