বিজয়কৃষ্ণ আচাৰ্য (মে ১৯১২ – ১৭-৪-১৯৮২) কলিকাতা। খ্যাতনামা চিকিৎসক, ব্ৰাহ্মসমাজ নেতা প্ৰাণকৃষ্ণ। ১৯৩৬ খ্রী. ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলার বিভিন্ন জেলার দায়িত্বে এবং ত্রিপুরার দেওয়ান ও হিমাচল প্রদেশের ডেপুটি চিফ কমিশনার ছিলেন। ১৯৫০–৫৯ খ্রী. মধ্যে ঢাকা ও কম্বোডিয়াতে কাজ করেন। ১৯৫৯–১৯৬৪ খ্রী. মধ্যে চেকোশ্লোভাকিয়া রুমানিয়া, মরক্কো ও টিউনিসিয়ার রাষ্ট্রদূত এবং ১৯৬৯–৭১ খ্রী. পাকিস্তানে হাইকমিশনার ছিলেন। অবসর গ্রহণের পর ১৯৭২–৭৭ খ্রী. সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে কাজ করেন।
পূর্ববর্তী:
« বিজয়কৃষ্ণ অধিকারী
« বিজয়কৃষ্ণ অধিকারী
পরবর্তী:
বিজয়কৃষ্ণ গোস্বামী »
বিজয়কৃষ্ণ গোস্বামী »
Leave a Reply