বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় (১৯০৫ – ১২-৪-১৯৮১) কলিকাতা। খ্যাতনামা আইনজীবী ও রাজনীতিজ্ঞ। ১৯২৮ খ্রী. আলিপুর কোটে যোগ দেন। ১৯৩১ খ্রী থেকে কলিকাতা পুরসভার সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত থাকেন। ১৯৫৯ খ্ৰী. কংগ্রেস প্রার্থী হিসাবে পুরসভার মেয়র হন। ১৯৬১ খ্রী. কংগ্রেস ত্যাগ করেন। ১৯৬২ খ্রী. নির্দল প্রার্থী হিসাবে বিধানসভায় নির্বাচিত হন। ১৯৬৭ খ্রী. কংগ্রেস বিরোধী দলগুলির সমর্থনে বিধানসভার সদস্যপদ লাভ করেন এবং তাকে অধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। এই বছর ২১ শে নভেম্বর পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে বরখাস্ত করে ড. প্ৰফুল্লচন্দ্ৰ ঘোষের পিডিএফ, মন্ত্রিসভাকে রাজ্যপাল রাজ্যের শাসন ক্ষমতায় আনেন। ড. ঘোষ আস্থা ভোটের জন্য বিধানসভা ডাকেন। সেখানে তিনি ঘোষ মন্ত্রিসভা অবৈধ ঘোষণা করে যে রুলিং দেন তা ইতিহাস সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত ফেব্রুয়ারী ১৯৬৮ খ্রী. ঘোষ মন্ত্রিসভাকে পদত্যাগ করে রাজ্যের সাংবিধানিক অচলাবস্থার মীমাংসা করতে হয়। ১৯৬৯ খ্রী.বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার তাকে পুনরায় বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচিত করে। ১৯৬২ খ্রী. বিশ্বশান্তি সম্মেলনে রাশিয়ায়, ১৯৬৭ খ্রী. কাম্পালাতে এবং ১৯৬৯ খ্রী. ত্রিনিদাদ ও টরেন্টোতে কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দেন।
পূর্ববর্তী:
« বিজয় সেন
« বিজয় সেন
পরবর্তী:
বিজয়কৃষ্ণ অধিকারী »
বিজয়কৃষ্ণ অধিকারী »
Leave a Reply