বাসুদেব ঘোষ (১৫শ – ১৬শ শতাব্দী) কুলাই-বর্ধমান। প্ৰসিদ্ধ পদকর্তা। শ্ৰীচৈতন্যদেবের অনুরক্ত অনুচর ছিলেন। মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণের পর তমলুকবাসী হন এবং গৌরাঙ্গ বিগ্রহ স্থাপন করেন। সেখান থেকে প্রায়ই পুরীতে চৈতন্যদেবকে দর্শন করতে যেতেন। তাঁর রচিত ‘গৌরাঙ্গচরিত’ ও ‘নিমাইসন্ন্যাস’ খুবই জনপ্রিয় গ্রন্থ। জয়ানন্দের ‘চৈতন্যমঙ্গল’ ভিন্ন একমাত্র তাঁর রচনাতেই মহাপ্রভুর তিরোভাবের বিবরণ পাওয়া যায়।
পূর্ববর্তী:
« বাসুকুমার বাগচী, ড.
« বাসুকুমার বাগচী, ড.
পরবর্তী:
বাসুদেব দাশগুপ্ত »
বাসুদেব দাশগুপ্ত »
Leave a Reply