বাসুকুমার বাগচী, ড. (৭-১-১৮৯৫ – ২৮-৮-১৯৭৭) শান্তিপুর-নদীয়া। বিশিষ্ট বিজ্ঞানী Electroencephalography বিশেষজ্ঞ। ১৯১৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। উচ্চশিক্ষার জন্য ১৯৩৩ খ্রী. কালিফোৰ্ণিয়া বিশ্ববিদ্যালয়ে যান ও ১৯৩৫ খ্রী. Gowa রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট’ ডিগ্ৰী লাভ করেন। ১৯৩৯ খ্রী. দেশে ফিরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ‘স্যার জেসি বোস রিসার্চ ফেলো’ হিসাবে কর্মরত হন এবং প্ৰথমে Electroencephalographic গবেষণাগার স্থাপনে সাহায্য করেন। হাওয়াই-এর প্রথম Electroencephalographic গবেষণাগার প্রতিষ্ঠার কৃতিত্বও তাঁর (১৯৪৯)। ১৯৪১ খ্রী. আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দেন। পরের বছর মিচিগানের Ann Arbor-এর Electroencephalographic Laboratory-র প্রধানের পদে নিযুক্ত হয়ে অবশিষ্ট কর্মজীবন অতিবাহিত করেন। তাঁর গবেষণা চিকিৎসাশাস্ত্রেও অবদান রেখেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছিলেন।
পূর্ববর্তী:
« বাসন্তী দেবী
« বাসন্তী দেবী
পরবর্তী:
বাসুদেব ঘোষ »
বাসুদেব ঘোষ »
Leave a Reply