বাসন্তী দেবী ১ (১২৮৪ – ১৩৪৯ ব.) চট্টগ্রাম অঞ্চলের জগৎপুর ব্ৰহ্মচর্যাশ্রমের বিদূষী তপস্বিনী বাসন্তী দেবী মেয়েদের মধ্যে প্রথম সরকারের সংস্কৃত পরীক্ষায় উত্তীর্ণ হন। ‘ব্যাকরণ-সাংখ্য-বেদান্ততীৰ্থ’ উপাধিপ্ৰাপ্ত ছিলেন। সংস্কৃত ভাষায় বক্তৃতা করতে পারতেন। জগৎপুর আশ্রমে টোল প্রতিষ্ঠা করে তিনি তাঁর পরিচালনভার গ্রহণ করেন।
বাসন্তী দেবী ২ (২৩-৩-১৮৮০ – ৭-৫-১৯৭৪) কলিকাতা। পিতা বরদানাথ হালদার আসামের বিজনী ও অভয়াপুরী এস্টেটের দেওয়ান ছিলেন। দশ বছর বয়সে শিক্ষার জন্য কলিকাতায় এসে লরেটো হাউসে ভর্তি হন। ১৮৯৭ খ্রী. ব্যারিস্টার চিত্তরঞ্জন দাশের সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯১৭ খ্রী. চিত্তরঞ্জন সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করলে এবং তাঁর অর্জিত সম্পদ দেশবাসীর সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নিলে তিনি তাঁর পূর্ণ সমর্থন জানান এবং নিজেও অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৭-১২-১৯২১ খ্রী. ননদ উৰ্মিলা দেবী ও নারী কর্ম-মন্দিরের কর্মী সুনীতি দেবী সহ খাদি ঘাড়ে করে বড়বাজারে আইন অমান্য ও হরতাল ঘোষণা করতে গিয়ে গ্রেপ্তার হন। তাদের গ্রেপ্তারের খবরে সারা বাঙলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিস তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। তিন দিন পরে দেশবন্ধু গ্রেপ্তার হলে, ‘বাঙলার কথা’ পত্রিকা তাকেই সম্পাদনা করতে হয়। ১৯২২ খ্ৰী. চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের সভানেত্রীত্ব করেন এবং দেশবন্ধুর নূতন কর্মপন্থার ইঙ্গিত দেন। ১৯২৫ খ্ৰী. স্বামীর মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্বামীর প্রতিটি রাজনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯২৬ খ্রী. একমাত্র পুত্ৰ চিররঞ্জনের মৃত্যুর পর তিনি রাজনৈতিক জীবনে ছেদ টানলেও স্বামীর প্রতিষ্ঠিত কল্যাণমূলক কর্মকেন্দ্রের কাজ দেখাশুনা করতেন। হিন্দু আইন অনুসারে তাঁর কন্যা অর্পণা দেবীর অসবৰ্ণ বিবাহ দিয়েছিলেন। বাঙলাদেশে রেজিষ্টি ছাড়া এই ধরনের বিবাহ এই প্ৰথম।
বাসন্তী দেবী ৩ (১৮৮৪ – ১৩-৩-১৯৬৫) কলিকাতা। ‘সঞ্জীবনী’ সম্পাদক কৃষ্ণকুমার মিত্ৰ। মাতা লীলাবতী (রাজনারায়ণ বসুর কন্যা) সুলেখিকা ছিলেন। বাসন্তী দেবী বেথুন কলেজ থেকে বি.এ. পরীক্ষায় ‘পদ্মাবতী মেডেল’ পান। বঙ্গভঙ্গ আন্দোলনে দেশাত্মবোধক গান গেয়ে রবীন্দ্রনাথ ও সে যুগের অন্যান্য মনীষীদের সঙ্গে পরিচিত হন। রসায়নবিদ যতীন্দ্ৰনাথ চক্রবর্তীর সঙ্গে ১৯২২ খ্রী. বিবাহ হয়। ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ে বহুদিন শিক্ষকতা করেছেন। রবিবাসরীয় অনুষ্ঠানের পরিচালিকা ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা ছড়িয়ে আছে। আকাশবাণী কলিকাতার মহিলা মহলের সঙ্গে যুক্ত ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘শ্ৰীগুরু ও দক্ষিণাত্য তীর্থদর্শন’, ‘কুমুদিনী বসু’ প্ৰভৃতি।
Leave a Reply