বামাপদ বন্দ্যোপাধ্যায় (৬-৩-১৮৫১ – ৩-৪-১৯৩২)। সাতগাছিয়া-বর্ধমানে মাতুলালয়ে জন্ম। বাল্যকাল থেকেই ছবি আঁকায় অনুরাগ ছিল। সরকারী আর্ট স্কুলে শিক্ষা। খ্যাতনামা চিত্রকর প্রমথনাথ মিত্রের কাছে তৈল-চিত্রাঙ্কন এবং জার্মান চিত্রকর বেকারের কাছে পুরাতন চিত্রের পুনরুদ্ধার পদ্ধতি শেখেন। ১৮৭৯ খ্রী. স্বাধীনভাবে ব্যবসায় শুরু করেন। ১৮৮১–৮৬ খ্রী. উত্তর ভারত পরিভ্রমণ করেন এবং এলাহাবাদ, লাহোর, অমৃতসর, গোয়ালিয়র, জয়পুর, যোধপুর প্রভৃতি বিভিন্ন দেশীয় রাজ্যের রাজা-মহারাজাগণের চিত্র অঙ্কন করে যথেষ্ট খ্যাতি ও অর্থ লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখদের তৈলচিত্র অঙ্কন করেও যশস্বী হন। তাঁর অঙ্কিত ‘কৃষ্ণকান্তের উইল’-হস্তে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলিকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রক্ষিত আছে। তাঁর অন্যান্য বিখ্যাত চিত্ৰ : ‘জাগলার অ্যান্ড মংকি’, ‘দুর্বাসা ও শকুন্তলা’, ‘শান্তনু ও গঙ্গা’, ‘উত্তরা ও অভিমন্যু’ প্রভৃতি। তিনি নিজের আঁকা পৌরাণিক চিত্রগুলির ওলিওগ্র্যাফ বা নকল তৈলচিত্রও প্রচার করেছিলেন। বঙ্গীয় কলা-সংসদের কার্যকরী সমিতির অন্যতম সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« বামাচরণ ভট্টাচার্য
« বামাচরণ ভট্টাচার্য
পরবর্তী:
বারী সিদ্দিকী »
বারী সিদ্দিকী »
Leave a Reply