বামাচরণ বন্দ্যোপাধ্যায় (১৯শ শতাব্দী) বেহালা-কলিকাতা। বিশিষ্ট খেয়াল-গুণী। ছেলেবেলা পশ্চিমে কেটেছে। তখন থেকেই গানের চর্চা করতেন। ১৯/২০ বছর বয়স থেকে কলিকাতায় মেটিয়াবুরুজের নবাব ওয়াজেদ আলির দরবারে বিখ্যাত গায়ক আলীবক্সের কাছে তালিম নিতে থাকেন। ১৮৮৪ খ্ৰী. প্রথম একদিন নবাবের দরবারে তিনি গান করেন। তখন তাঁর বয়স ২২/২৩ বছর। এর পরে তিনি দরবারের বিশিষ্ট গুণী তাজ খাঁর কাছেও খেয়াল শিক্ষা করেন।
পূর্ববর্তী:
« বামাচরণ ন্যায়াচাৰ্য, মহামহোপাধ্যায়
« বামাচরণ ন্যায়াচাৰ্য, মহামহোপাধ্যায়
পরবর্তী:
বামাচরণ ভট্টাচার্য »
বামাচরণ ভট্টাচার্য »
Leave a Reply