বামাচরণ ন্যায়াচাৰ্য, মহামহোপাধ্যায় (১০-৬-১২৮৬ – ৭-১২-১৩৩৭ ব) ধানুকা-ফরিদপুর। শশিভূষণ ভট্টাচার্য। স্বগ্রামে, ব্যাকরণ পাঠ শেষ করে ইদিলপুরের পণ্ডিত নবীনচন্দ্র তর্করিত্বের কাছে এবং কাশীতে অধ্যয়ন করেন। কাশীর বিশুদ্ধানন্দ মহাবিদ্যালয়ে, টিকমানি সংস্কৃত কলেজে, রাজস্থান সংস্কৃত কলেজে এবং কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ন্যায়শাস্ত্রের অধ্যাপক ছিলেন। ১৯২২ খ্রী. মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থের প্রাঞ্জল ব্যাখ্যা করে বিদ্যার্থীদের বিশেষ উপকার করেছেন।
পূর্ববর্তী:
« বামাক্ষ্যাপা
« বামাক্ষ্যাপা
পরবর্তী:
বামাচরণ বন্দ্যোপাধ্যায় »
বামাচরণ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply