বামাক্ষ্যাপা (১২-১১-১২৪৪ – ২-৪-১৩১৮ ব.) আটলা-বীরভূম। সর্বানন্দ চট্টোপাধ্যায়। পূর্বনাম বামাচরণ। কিশোর বয়সেই গৃহত্যাগ করে তন্ত্রসাধনার শ্রেষ্ঠ কেন্দ্র বীরভুমের তারাপীঠের মহাশ্মশানে থাকতেন। কৌলচূড়ামণি তারাপীঠের তন্ত্রসাধক কৈলাসপতির কাছে দীক্ষা নিয়ে যোগসাধনায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠের মন্দিরের কৌলিক মোক্ষাদানন্দের মৃত্যুর পর তিনি ঐ পদে বৃত হন। তারাপীঠের সেবাইত নাটোরের রাণীর নির্দেশে তারামায়ের ভোগের আগে মায়ের ছেলে ক্ষ্যাপাকে ভোজন করান হত। তাঁর আহারের সঙ্গী ছিল কেলোভুলো কুকুরের দল। বামাক্ষ্যাপাকে অনেকে ‘কৃপাসিন্ধু বশিষ্ঠদেব’, ‘তারাপীঠের ভৈরব’ ও ‘শ্ৰীবামদেব’ নামে ডাকতেন।
পূর্ববর্তী:
« বামনদাস মুখোপাধ্যায়, ডাঃ
« বামনদাস মুখোপাধ্যায়, ডাঃ
পরবর্তী:
বামাচরণ ন্যায়াচাৰ্য, মহামহোপাধ্যায় »
বামাচরণ ন্যায়াচাৰ্য, মহামহোপাধ্যায় »
Leave a Reply