বামনদাস মুখোপাধ্যায়, ডাঃ (১১-৩-১৮৭৯ – ২৯-৬-১৯৫৫) শিমুলিয়া-মুর্শিদাবাদ। তারিণীপ্রসাদ। প্ৰখ্যাত স্ত্রীরোগ-বিশেষজ্ঞ। ১৮৯৯ খ্রী. এন্ট্রান্স ও ১৯০১ খ্ৰী. বহরমপুর কলেজ থেকে বৃত্তি নিয়ে এফ.এ. পাশ করে কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ডাক্তারী পড়ার সময় ‘মিডওয়াইফারী’তে তাঁর কৃতিত্বের জন্য সিনিয়র স্কলারশিপ, গুডিভ স্কলারশিপ ও স্বর্ণপদক লাভ করেন। ১৯০৬ খ্রী. এল.এম.এস. পরীক্ষায় উত্তীর্ণ হন। ঐ বছরই ডাঃ বিধানচন্দ্র রায়ও পাশ করেন। সহকারী সার্জন হিসাবে উভয়ে সরকারী কাজে যোগ দেন। ১৯১২ খ্রী. চাকরি ছেড়ে বৌবাজার এলাকায় স্ত্রীরোগ-বিশেষজ্ঞ হিসাবে নিজের চেম্বার খোলেন এবং ডাক্তার হিসাবে প্রতিপত্তি লাভ করেন। ১৯৩৬ খ্রী. স্যার কেদারনাথ দাসের মৃত্যুর পর তিনিই প্ৰধান স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বলে গণ্য হন। তাঁর খ্যাতি দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছিল। ১৯৩৭ খ্রী. ‘রয়াল কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্ট, লন্ডন’-এর সভ্য নির্বাচিত হন। ‘চিত্তরঞ্জন সেবাসদনে’র প্রতিষ্ঠাকাল (১৯২৬) থেকে তিনি তাঁর সঙ্গে যুক্ত ছিলেন। কারমাইকেল মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন। বহু ডাক্তারী প্ৰতিষ্ঠানের সভাপতি, শিক্ষক, পরীক্ষক ও সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে মেডিক্যাল কংগ্রেসে তাঁর প্রদত্ত ভাষণ বিশেষ সমাদৃত হয়েছে। গ্রামের উন্নতিসাধনে সচেষ্ট ছিলেন। হিন্দুদর্শন ও পূজা-অৰ্চনায় তাঁর গভীর অনুরাগ ছিল।
পূর্ববর্তী:
« বামনদাস বসু, মেজর
« বামনদাস বসু, মেজর
পরবর্তী:
বামাক্ষ্যাপা »
বামাক্ষ্যাপা »
Leave a Reply