বামনদাস বসু, মেজর (২৪-৮-১৮৬৭ – ২৩-৯-১৯৩০) টেংরা ভবানীপুর-খুলনা। শ্যামাচরণ। এলাহাবাদ-প্রবাসী ছিলেন। ১৮৮২ খ্রী. প্ৰবেশিকা পাশ করে তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৮৮৮ খ্রী. ইংল্যান্ডে গিয়ে দু’বছরের মধ্যে এল.এম.এস, ও এম.আর.সি.এস. পাশ করেন এবং এক বছর শিক্ষানবীশ অবস্থায় থাকবার পর ১৮৯১ খ্রী. স্বদেশে ফিরে বোম্বাই প্রদেশে কর্মগ্রহণ করেন। তিনি অধিকাংশ সময় সৈন্যদের সঙ্গে থাকতেন। কর্মোপলক্ষে চীন, আফ্রিকা প্রভৃতি দেশ ঘোরেন। ১৯০৭ খ্রী. পেন্সন নেন। বহুভাষাবিদ ছিলেন। তাঁর রচিত ও প্রকাশিত গ্ৰন্থ ‘Rise of Christian Power in India’, ‘Story of Satara’, ‘History of Education in India under the Rule of the East India Company’, ‘Ruin of Indian Trade and industry’, ‘My Sojourn in England’, ‘The Colonization of India by Europeans’, ‘Indian Medical Plants’, ’Diabetes Mellitus and its Diabetic Treatment’ প্রভৃতি। পুরাতত্ত্ব ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গঠনে উদ্যোগী ছিলেন। শ্ৰীশচন্দ্ৰ বিদ্যার্ণব তাঁর অগ্ৰজ।।
পূর্ববর্তী:
« বাবুলাল জানা
« বাবুলাল জানা
পরবর্তী:
বামনদাস মুখোপাধ্যায়, ডাঃ »
বামনদাস মুখোপাধ্যায়, ডাঃ »
Leave a Reply