বাবুরাম। ১৮১১ খ্ৰী. কলিকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনিই প্ৰথম বাঙালী যার ছাপাখানা থেকে দেশবাসীর ব্যবহারের জন্য বাংলা বই ছাপা শুরু হয়। এরপর শ্ৰীরামপুরের কর্মী গঙ্গাকিশোর অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাংলা বই মুদ্রণ শুরু করেন। বাবুরাম বইগুলি বিক্রির জন্য বিভিন্ন গ্রামে ও শহরে এজেন্ট নিযুক্ত করেছিলেন।
পূর্ববর্তী:
« বাবা সালেহ
« বাবা সালেহ
পরবর্তী:
বাবুরাম ঘোষ »
বাবুরাম ঘোষ »
Leave a Reply