বসন্তলাল মিত্র। চন্দননগর-হুগলী। ১৯শ শতাব্দীর শেষভাগে বর্তমান ছিলেন। সঙ্গীত-শাস্ত্রের লুপ্তপ্রায় গ্রন্থের অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ চেষ্টা করেছিলেন। মাদ্রাজ থেকে ‘সঙ্গীত পারিজাত ও কাশ্মীর থেকে ‘রত্নাকর’ নামে দুটি সংস্কৃত পুথি সংগ্রহ করে কালীচরণ বেদান্তবাগীশ ও সারদাপ্ৰসাদ ঘোষের সাহায্যে ঐগুলি গ্রন্থাকারে প্রকাশ করেন। এছাড়াও ‘গন্ধৰ্ব্ব-সংহিতা’ নামে সঙ্গীত-বিষয়ক একটি গ্রন্থ প্ৰণয়ন করে তাঁর প্রথম খণ্ড প্রকাশ করেন। তাঁর চেষ্টায় চন্দননগরে একটি সঙ্গীত-বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। প্ৰতিভাবান চিত্রশিল্পীও ছিলেন। বহু খ্যাতিমান ব্যক্তির তৈলচিত্র অঙ্কন করে পুরস্কৃত হয়েছেন। ১৮৮৮ খ্রী. বিলাতের গ্লাসগো শিল্প প্ৰদৰ্শনীতে তাঁর অঙ্কিত একখানি চিত্র পুরস্কারযোগ্য বিবেচিত হয়। ধ্রুপদ গায়ক মণীন্দ্ৰগোপাল (২৭-১২-১৮৭৮—১০-৩-১৯৫৯) তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« বসন্তরঞ্জন রায়
« বসন্তরঞ্জন রায়
পরবর্তী:
বাগদার আলী শাহ »
বাগদার আলী শাহ »
Leave a Reply