বসন্তরঞ্জন রায় (১৮৬৫ – ৯-১১-১৯৫২) বেলিয়াতোড়-বাঁকুড়া। রামনারায়ণ। প্রত্নতাত্ত্বিক ও ভাষাতত্ত্ববিদ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পুথিশালার প্রথম পণ্ডিত। পুরুলিয়া জেলা স্কুল থেকে এন্ট্রান্সে অকৃতকার্য হলেও সারাজীবন বঙ্গভাষার সেবা করে গেছেন। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পুথির সন্ধান চালিয়ে সারা জীবনে ৮০০ পুথি সংগ্রহ করে বঙ্গীয় সাহিত্য পরিষদকে দান করেন। চণ্ডীদাসের ‘শ্ৰীকৃষ্ণকীর্তন’ পুথি আবিষ্কার তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। বিষ্ণুপুরের নিকট কাঁকিল্যা গ্রামে তিনি ১৩১৬ বা গ্ৰন্থটির সন্ধান পান। ১৮৯৪ খ্রী. থেকে ‘বেঙ্গল, অ্যাকাডেমি অফ লিটারেচারে’র সদস্য ছিলেন। কিছুদিন পরে এই সংস্থাটির নাম পরিবর্তিত হয়ে সাহিত্য পরিষদ হলে প্ৰথম থেকেই তিনি তাঁর সদস্য হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলা হলে, স্যার আশুতোষ কর্তৃক তিনি অধ্যাপক মনোনীত হন। ১৯১৯–৩২ খ্রী. পর্যন্ত এই কাজ করে পুনরায় পরিষদের কাজে আত্মনিয়োগ করেন। নবদ্বীপের চতুষ্পাঠী থেকে ‘বিদ্বদ্বল্লভ’ উপাধি পান।
পূর্ববর্তী:
« বসন্তকুমার মল্লিক
« বসন্তকুমার মল্লিক
পরবর্তী:
বসন্তলাল মিত্র »
বসন্তলাল মিত্র »
Leave a Reply