বসন্ত বিশ্বাস (১৮৯৫ – ১১-৫-১৯১৫) পোড়াগাছা-নদীয়া। মতিলাল। পূর্বপুরুষ দিগম্বর ও বিষ্ণুচরণ ১৮৬০ খ্রী. নীলচাষীদের বিদ্রোহে নেতৃত্ব করেন। মুড়াগাছা হাই স্কুলে ছাত্রাবস্থায় শিক্ষক বিপ্লবী ক্ষীরোদচন্দ্ৰ গাঙ্গুলীর প্রভাবে বিপ্লবী দলে যোগ দেন। অনুজ মন্মথসহ অমরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্রমজীবী সমবায়ে কাজ আরম্ভ করেন। রাসবিহারী বসুর অনুরোধে অমরেন্দ্রনাথ তাঁকে দেরাদুনে পাঠান। এখানে পুলিসের দৃষ্টিতে পড়ায় আর্যসমাজের বালমুকুন্দ তাঁকে বিপিন দাস ছদ্মনামে লাহোরে পপুলার ফার্মেসীতে কম্পাউন্ডারের কাজ দেন। স্ত্রীলোকের পোশাকে ‘লীলাবতী’ নাম নিয়ে তিনি ২৩-১২-১৯১২ খ্রী লর্ড হার্ডিঞ্জকে শোভাযাত্রার মধ্যে বোমা মেরে আহত করেন। সরকার একমাস পরে আততায়ীকে গ্রেপ্তারের জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। তিনি পরিহাস করে দিল্লীর জুম্মা মসজিদ থেকে এর উত্তর লেখেন। এরপর লাহোরে এসে লরেন্স গার্ডেনে পুলিস অফিসারদের নৈশ ক্লাবে বোমা ফেলার ষড়যন্ত্রে যোগ দেন। এ ব্যাপারে আমীরচাঁদ প্রমুখ কয়েকজন গ্রেপ্তার হলে ১৯১৪ খ্রী. তিনি নিজগ্রামে ফিরে আসেন। পিতৃশ্ৰাদ্ধের সময় নবদ্বীপথেকে কৃষ্ণনগরে বাজার করতে এলে জ্ঞাতি-ভাই শক্ৰতা করে পুলিসে খবর দেওয়ায় তিনি গ্রেপ্তার হন। ২১-৫-১৯১৪ খ্রী. দিল্লীর দায়রা আদালতে বিচার শুরু হয়। প্রথম বিচারে মুক্তি পেলেও সরকার পক্ষের আপীলে অনযান্য তিন জনের সঙ্গে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হয়। আম্বালা জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« বসন্ত বন্দ্যোপাধ্যায়
« বসন্ত বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
বসন্তকুমার চট্টোপাধ্যায় »
বসন্তকুমার চট্টোপাধ্যায় »
Leave a Reply