বসন্তকুমার মল্লিক (১৮৭৯ – ১৯৫৮) মেহেরপুর—নদীয়া। শান্তিকামী দার্শনিক। দর্শনশাস্ত্রে প্রেসিডেন্সী কলেজ থেকে এম.এ. পাশ করে কয়েক বছর বিভিন্ন কাজ করেন। ১৯০৯ খ্রী. নেপালের রাজপুত্রের গৃহশিক্ষক হিসাবে কাঠমান্ডুতে গিয়ে ক্রমে রাজ্যের প্রশাসনিক কাজের সঙ্গেও যুক্ত হয়ে পড়েন। মহারাজার আনুকুল্যে ১৯২১ খ্রী. অক্সফোর্ডে আইন ও পুরাতত্ত্ব বিষয়ে পড়াশুনা করতে যান। সেখানে ছাত্রমহলে তাঁর যথেষ্ট পরিচিতি ছিল। প্রথম যুদ্ধকাল তাঁর বিলাতে কাটে। প্রথমে স্ট্যাটুটারী ল ডিগ্রি, ১৯১৯ খ্ৰী. পুরাতত্ত্বে ডিপ্লোমা এবং ১৯২৩ খ্ৰী. দর্শনশাস্ত্রে ডক্টরেট ডিগ্ৰী লাভ করেন। দেশে ফিরে এলেও নেপালের রাজনৈতিক আবহাওয়ার মধ্যে, তাঁর সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে ১৯২৯ খ্রী. পুনরায় তিনি নেপালে কর্মনিযুক্ত হন। একসময় ‘পরিচয়’ পত্রিকা-গোষ্ঠির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নেপাল দরবারে রাজনীতির সংঘর্ষে ১৯৩৩ খ্রী.একদিন তিনি পায়ে হেঁটে নেপাল ছেড়ে বেরিয়ে পড়েন। ১৯৩৬ খ্রী. অক্সফোর্ডে পরিচিত এক সুইডিশ ভদ্রমহিলার সহায়তায় ইউরোপে যান এবং ১৯৩৮ খ্রী. থেকে আমৃত্যু অক্সফোর্ডে প্রধানতঃ লেখক জীবন কাটান। তাঁর প্রকাশিত সাতটি গ্রন্থের মধ্যে চারটি দর্শনবিষয়ক। ‘The Real and the Negative’, ‘Related Multiplicity’, ‘No Absolutes’, ‘Mythology and Possibility’ প্ৰভৃতি। তাঁর একমাত্র ভাই কংগ্রেস কর্মী গোপাল কারারুদ্ধ অবস্থায় ১৯২৩ খ্রী. মারা যান।
পূর্ববর্তী:
« বসন্তকুমার দাস
« বসন্তকুমার দাস
পরবর্তী:
বসন্তরঞ্জন রায় »
বসন্তরঞ্জন রায় »
Leave a Reply