বসন্তকুমার দাস (২-১১-১৮৮৩ – ১৮-১-১৯৬৫) কান্দিয়াচর-শ্ৰীহট্ট। শরৎচন্দ্ৰ। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশুনা করেন। ১৯০৬ খ্রী. কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশনের সময় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন। আইনজ্ঞ হিসাবেও সর্বভারতীয় খ্যাতি অর্জন করেন। কেন্দ্রীয় আইন সভার সদস্য, বাঙলা প্রাদেশিক কংগ্রেসের সহ-সভাপতি এবং আসাম বিধান সভার অধ্যক্ষ ও ১৯৪৬ খ্রী. স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তী কালে পূর্ব-পাকিস্তানের অর্থমন্ত্রী ও শ্ৰমমন্ত্রী হন। মন্ত্রী থাকাকালে ১৯৫৮ খ্রী. জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় সভাপতিত্ব করেন। ১৯৩২ – ৩৪ খ্রী. জেলে থাকা কালে তিনি গীতার বঙ্গানুবাদ করেন। শ্ৰীহট্ট মহিলা সঙ্ঘের অন্যতম সংগঠক সমাজসেবিকা কুসুমকুমারী তাঁর স্ত্রী।
পূর্ববর্তী:
« বসন্তকুমার চট্টোপাধ্যায়
« বসন্তকুমার চট্টোপাধ্যায়
পরবর্তী:
বসন্তকুমার মল্লিক »
বসন্তকুমার মল্লিক »
Leave a Reply