বসন্তকুমার চট্টোপাধ্যায় ১ (১৪-১০-১৮৯০ – ১৯৫৯)। কাটোয়া—বর্ধমান। ব্ৰাহ্মসমাজের সুপ্ৰসিদ্ধ গায়ক বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের পৌত্র। কবি এবং ‘দীপালি’ ও ‘মহিলা’ পত্রিকার প্রতিষ্ঠাতা। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি ছিলেন। কবিতা, উপন্যাস, গল্প, কিশোর-সাহিত্য, প্ৰবন্ধ, জীবনী প্রভৃতি বিবিধ-বিষয়ক ৪০ টি গ্রন্থের রচয়িতা।
বসন্তকুমার চট্টোপাধ্যায় ২ (১৮৯০ – ১৯৭৪) ঘটকপাড়া-বাঁকুড়া। অঙ্কশাস্ত্ৰে প্ৰথম স্থান অধিকার করে এম.এ. পাশ করেন। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সি সার্ভিসের পরীক্ষাতেও প্রথম হন। স্বাধীন ভারতের তিনি প্রথম ভারতীয় অডিটর জেনারেল। সুদীর্ঘকাল আসামের অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসাবে সেখানে কাটান। আসামে সংস্কৃত ভাষা প্রচারে তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। তাঁর এবং হেমন্ত চট্টোপাধ্যায়ের সম্পাদনায় শিলং-এর প্রথম বাংলা পত্রিকা ‘শিলং-বার্ষিকী’ ১৯৩৬ খ্ৰী. প্ৰকাশ লাভ করে। ঐ বছরই প্ৰধানত তাঁর উদ্যোগে সর্বভারতীয় বেদ-সম্মেলন শিলং-এ অনুষ্ঠিত হয়। বেদান্ত দর্শনের উপর তাঁর বহু রচনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। কবি কামাক্ষীপ্ৰসাদ তাঁর পুত্র।
Leave a Reply