বলাইদাস চ্যাটার্জী (১৯০০ – ৯-৩-১৯৭৪) ড়ুমুরদহ-হুগলী। রামলাল। ১৯১১ খ্রী. কলিকাতায় এসে স্কটিশ চার্চ স্কুলের ফুটবল দলে খেলার সুযোগ পান এবং ১৯১৬ খ্রী. থেকে তিন বছর স্কুল-দলের অধিনায়ক থাকেন। ১৯১৮ খ্রী. এরিয়ান ক্লাবে তাঁর ফুটবল ক্রীড়া-জীবন শুরু হয়। ১৯২১ খ্রী. মোহনবাগান ক্লাবে যোগ দেন এবং সারা খেলোয়াড়-জীবন ঐ দলের সঙ্গেই যুক্ত ছিলেন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন দলের সঙ্গে জাভা সফর ছাড়া তিনি বহু আন্তর্জাতিক স্থানীয় ফুটবল ম্যাচে ভারতীয় দলের সেন্টার হাফব্যাকে খেলেছেন। ১৯৪৮ খ্রী. লন্ডন অলিম্পিকে এবং ১৯৫২ খ্ৰী. হেলসিঙ্কি অলিম্পিকে তিনি ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে গিয়েছিলেন। মোহনবাগান ক্লাবের ফুটবল প্ৰশিক্ষণের ভারও তাঁর উপর ন্যস্ত ছিল। বক্সিং, অ্যাথলেটিক স্পোর্টস, বাস্কেট-বল, ভলিবল, ক্রিকেট, হকি প্রভৃতি খেলাতেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন।
পূর্ববর্তী:
« বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল
« বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল
পরবর্তী:
বলেন্দ্রনাথ ঠাকুর »
বলেন্দ্রনাথ ঠাকুর »
Leave a Reply