বলাই কুণ্ডু। মেদিনীপুরের বীরকুল পরগনার মালঙ্গী (লবণ-শিল্প কারিগর) আন্দোলনের নেতা। ২৯ এপ্রিল ১৮০০ খ্রী. বীরকুল, বলাশয় ও মিরগোধা পরগনার মালঙ্গীদের সমাবেশ করে কোম্পানীর কর্তৃপক্ষের কাছে পেশ করার জন্য রচিত এক আবেদনপত্র পাঠ করেন। এই পত্রে মালঙ্গীদের লবণের মূল্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধির জন্য এবং বেগার ও ভোট-প্রথা রহিত করার জন্য আবেদন করা হয়।
পূর্ববর্তী:
« বলরাম ভজা
« বলরাম ভজা
পরবর্তী:
বলাই দাশগুপ্ত »
বলাই দাশগুপ্ত »
Leave a Reply