বলরাম বসু (ডিসে ১৮৪২ – ১৩-৪-১৮৯০) বাগবাজার-কলিকাতা। রাধামোহন। কলিকাতার প্ৰাচীন জমিদার বংশে জন্ম। এদের রাধাশ্যাম বিগ্রহের নাম অনুসারে শ্যামবাজারের নাম হয়েছে। শ্ৰীীরামকৃষ্ণ-দেবের প্রধান ভক্তদের অন্যতম। শ্ৰীরামকৃষ্ণদেবের পুতান্থি তাঁর গৃহ থেকেই পরে বেলুড় মঠে রাখা হয়। তাঁর গৃহেই স্বামী বিবেকানন্দ ১লা মে ১৮৯৭ খ্রী. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। এই গৃহ তাঁর পুত্র রামকৃষ্ণ ধর্মালোচনার জন্য দান করে গেছেন। বর্তমানে এই গৃহ ‘বলরাম মন্দির’ নামে খ্যাত।
Leave a Reply