বলদেব পালিত (১৮৩৫ – ৭-১-১৯০০)। পিতা বিশ্বনাথ ১৮৪১ খ্ৰী. আফগান যুদ্ধে নিহত হলে সরকার নাবালক বলদেবের শিক্ষার ব্যবস্থা করেন। ইংরেজী সাহিত্য, ইতিহাস ও সংস্কৃত শিক্ষা করে দানাপুরেই সরকারী অফিসে চাকরি পান। সিপাহী বিদ্রোহের সময় যে সমস্ত সন্দেহভাজন লোকের বৃত্তি বন্ধ করা হয়েছিল, তিনি বহু চেষ্টায় তাদের অনেকের বৃত্তি পাবার ব্যবস্থা করেন। রচিত গ্ৰন্থ: ‘ভৰ্ত্তহার কাব্য’, ‘কৰ্ণাৰ্জ্জুন কাব্য’, ‘কাব্যমালা’, ‘ললিত কবিতাবলী’ ও ‘কাব্যমঞ্জরী। বাংলা কবিতায় সংস্কৃত ছন্দ প্রবর্তনের চেষ্টা করেছিলেন। ‘কৰ্ণার্জ্জুন কাব্য’ কিছুদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ. পরীক্ষায় মহিলাদের অন্যতম পাঠ্য ছিল। শেষ-জীবনে বাঁকীপুরে থাকতেন। বিহারের নানা জায়গায় উচ্চ ইংরেজী বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে অর্থসাহায্য করেছিলেন। নাট্যকার দীনবন্ধু মিত্র এবং সুপণ্ডিত রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তাঁর বন্ধু ছিলেন।
পূর্ববর্তী:
« বরেন্দ্ৰনাথ দত্ত
« বরেন্দ্ৰনাথ দত্ত
পরবর্তী:
বলভদ্র মিশ্র »
বলভদ্র মিশ্র »
Leave a Reply