বরেন বসু (১৯১৭ – ২৩-১-১৯৮০)। সুসাহিত্যিক। দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় লেখা তাঁর ‘রংরুট’ গ্রন্থটি বিভিন্ন ভারতীয় ভাষায় এবং ইউরোপীয়, রুশ ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। ঐতিহাসিক মীরাট ষড়যন্ত্র মামলার সময় তিনি কমিউনিস্ট পার্টিতে আসেন এবং ষাটের দশকে পার্টি দ্বিধাবিভক্ত হওয়ার আগে পর্যন্ত পার্টিতে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরে কলিকাতা কর্পোরেশনে চাকরি নেন। রচিত। অন্যান্য গ্ৰন্থ: ‘জঙ্গী ভিয়েতনাম’, ‘বাবুরামের চিঠি’, ‘মহানায়ক’, ‘নতুন ফৌজ’, ‘প্রাক্তন’, ‘উপান্ত’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« বরদাভূষণ চক্রবর্তী
« বরদাভূষণ চক্রবর্তী
পরবর্তী:
বরেন্দ্ৰনাথ দত্ত »
বরেন্দ্ৰনাথ দত্ত »
Leave a Reply