বরেন্দ্ৰনাথ দত্ত (১৮৭১ – ১৯০৭) বালী-হাওড়া। পিতার সঙ্গে মুঙ্গের ও আগ্ৰায় কাটে। আগ্রা কলেজ থেকে দর্শনশাস্ত্রে এম.এ. পাশ করেন। শিক্ষাব্ৰত অবলম্বন করে কর্মোপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে বাস করলেও আগ্রাতেই তিনি পাণ্ডিত্যের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। লন্ডনের রয়্যাল সোসাইটির সভ্য ও সোসাইটি অফ লিটারেচার-এর সদস্য ছিলেন। বাঙালীদের মধ্যে একমাত্র রমেশচন্দ্ৰ দত্ত ছাড়া আর কেউই পূর্বে এই সম্মান লাভ করতে পারেন নি।
পূর্ববর্তী:
« বরেন বসু
« বরেন বসু
পরবর্তী:
বলদেব পালিত »
বলদেব পালিত »
Leave a Reply