বরদাভূষণ চক্রবর্তী (১৯০১ – ৪-১১-১৯৭৪)। বালুবাড়ী-দিনাজপুর। হরগোপাল। বাঙলাদেশ ও সাবেক পূর্ব-পাকিস্তানের বিশিষ্ট বিপ্লবী। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) প্ৰাক্তন সহ-সভাপতি এবং দিনাজপুরের প্রতিষ্ঠিত আইনজীবী বরদাভূষণ ‘ভোলাদা’ নামে পরিচিত ছিলেন। ত্ৰৈলোক্য মহারাজের সহকর্মী এই বিপ্লবী ব্রিটিশ ও পাক আমলে ৩০ বছর জেল খেটেছেন। হিলি স্টেশন লুঠ মামলায় প্ৰথম গ্রেপ্তার হয়ে ৭ বছর কারাদণ্ডে দণ্ডিত হন। ২৫-৩-১৯৭১ খ্রী. তদানীন্তন পূর্ব-পাকিস্তানের ইয়াহিয়া সরকার তাকে গ্রেপ্তার করে ৩১ মার্চ ফায়ারিং স্কোয়াডের সামনে দাড় করাবার নির্দেশ দেয়। কিন্তু মুক্তি-ফৌজ কয়েক ঘণ্টা আগে জেল ভেঙে তাকে মুক্ত করে আনে। এরপর তিনি মুক্তিফৌজের কন্ট্রোল রুমের গুরুদায়িত্ব গ্ৰহণ করে পাক-বাহিনীকে দূরে সরিয়ে রাখার কাজে ব্ৰতী ছিলেন। দিনাজপুর জেলা এ সময়ে ১৩ দিন মুক্ত ছিল। ধর্ম, রাজনীতি, ইতিহাস ও নাথ-সাহিত্য সম্বন্ধে তাঁর যথেষ্ট পড়াশুনা ছিল। তাঁর ৬৯ থেকে ৭১ বছর বয়সে লেখা কবিতার সংকলন গ্ৰন্থ ‘শপথ প্ৰত্যয় বেদনা’।
পূর্ববর্তী:
« বরদাপ্রসাদ মজুমদার
« বরদাপ্রসাদ মজুমদার
পরবর্তী:
বরেন বসু »
বরেন বসু »
Leave a Reply