বরদাপ্রসাদ মজুমদার (১৮৩২ – ১৯১২) পাঁতিহাল-হাওড়া। উমাচরণ। শৈশবে পিতৃহীন হয়ে মায়ের সঙ্গে কাশীতে বাস করতে থাকেন। বয়ঃপ্রাপ্ত হয়ে কলিকাতায় এসে তারানাথ তর্কবাচস্পতি প্ৰভৃতি পণ্ডিতগণের সহায়তায় ‘কাব্য প্ৰকাশিকা’ নাম দিয়ে সংস্কৃত গ্ৰন্থসমূহ প্ৰকাশ করতে আরম্ভ করেন। তিনি ‘বি, পি. এম. প্রেসে’র প্রতিষ্ঠাতা। বাংলা, ইংরেজী ও সংস্কৃত ব্যাখ্যা পুস্তকের প্রবর্তীকরূপে তিনি সুপরিচিত।
পূর্ববর্তী:
« বরদাদাস মিত্র
« বরদাদাস মিত্র
পরবর্তী:
বরদাভূষণ চক্রবর্তী »
বরদাভূষণ চক্রবর্তী »
Leave a Reply