বরদা পাইন (১৮৮১ – ৭-৯-১৯৭৫) হাওড়া। বিখ্যাত আইনজীবী। জাতীয় কংগ্রেসের সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন। ১৯৪৩ খ্রী. ফজলুল হক মন্ত্রিসভার অপসারণের পর এপ্রিল মাসে স্যার নাজিমুদিনের গঠিত মন্ত্রিসভায় তিনি যোগ দেন। পূর্ত ও যোগাযোগ দপ্তরের মন্ত্রী ছিলেন। ১৯৪৫ খ্রী. ঐ মন্ত্রিসভার পতন ঘটলে তিনি সক্রিয়, রাজনীতি থেকে কার্যত অবসর নেন এবং আইন-ব্যবসায়ে মনোনিবেশ করেন। লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী হিসাবে মৃত্যুর এক বছর আগেও তিনি বিভিন্ন জটিল মামলায় পরামর্শ দিয়েছেন। প্ৰায় ১২ বছর হাওড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৬৭ খ্রী বঙ্গীয় ব্যবস্থা পরিষদের কংগ্রেস-মনোনীত প্রার্থী হিসাবে সদস্য নির্বাচিত হন। সুদক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন।
পূর্ববর্তী:
« বরদা উকীল
« বরদা উকীল
পরবর্তী:
বরদাকান্ত মুখোপাধ্যায়, রেভারেন্ড »
বরদাকান্ত মুখোপাধ্যায়, রেভারেন্ড »
Leave a Reply