বরদাচরণ মিত্র (১৮৬২ – ১৯১৫) কুমারটুলি—কলিকাতা। বেণীমাধবা। আদি নিবাস চাকদহ-নদীয়া। ১৮৮২ খ্রী. ইংরেজী সাহিত্যে এম-এ পরীক্ষায় প্রথম হন এবং ১৮৮৬ খ্ৰী. প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করে স্ট্যাটিউটরী সিভিল সার্ভিসে প্রবেশ করেন। ১৮৯৪ খ্রী. দায়রা জজ হন। ‘নব্যভারত’, ‘ভারতী’, ‘প্রবাসী’, ‘সাধনা’, ‘বীরভূম’ প্রভৃতি পত্রিকায় বহু কবিতা প্ৰকাশ করে খ্যাতি অর্জন করেছিলেন। ইংরেজী কবিতা-রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন। তাঁর বহু ইংরেজী নিবন্ধ ‘ক্যালকাটা রিভিউ’, ‘ইন্ডিয়ান ন্যাশন’, ‘থিয়োসফিস্ট’, ‘রেইস অ্যান্ড রায়ত’ প্রভৃতি পত্রিকায় প্ৰকাশিত হয়েছিল। ১৮৮৫ খ্রী. ‘ক্যালকাটা রিভিউ’ পত্রিকায় ‘The English influence on Bengali Literature’ শীৰ্ষক প্রবন্ধ রচনা করে তিনি অন্যতম শ্রেষ্ঠ সমালোচক হিসাবে খ্যাত হন। ছাত্রাবস্থায় প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) ও কিশোরীচাঁদ মিত্রের জীবনী রচনা করেছিলেন। সংস্কৃত সাহিত্যেও তাঁর অনুরাগ ও বুৎপত্তি ছিল। ১৮৯৫ খ্রী. ‘মেঘদূতে’র বঙ্গানুবাদ প্রকাশ করেন। তাঁর অপর রচনা ‘অবসর’ নামক গীতিকাব্য। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা কাল থেকে তাঁর সদস্য এবং ১৩১২ ব. থেকে আমৃত্যু বঙ্গদেশীয় কায়স্থ সভার সহ-সভাপতি ছিলেন। কলিকাতায় ‘বরপণ নিবারণী সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান সংগঠন করেছিলেন।
পূর্ববর্তী:
« বরদাচরণ মজুমদার, যোগীরাজ
« বরদাচরণ মজুমদার, যোগীরাজ
পরবর্তী:
বরদাদাস মিত্র »
বরদাদাস মিত্র »
Leave a Reply