বরদাচরণ মজুমদার, যোগীরাজ (শ্রাবণ ১২৯৩ – ১৯৮১৩৪৭ ব) কাঞ্চনতলা-মুর্শিদাবাদ। আদি নিবাস কুষ্টিয়া। দক্ষিণাচরণ। কাঞ্চনতলা স্কুল থেকে এন্ট্রান্স ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে এফ.এ. ও বি.এ. পাশ করে নিমতিতা এইচই স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। লালগোলা এসএন একাডেমীতে ২৫ বছর প্ৰধানশিক্ষক ছিলেন। পরে বরালা এইচ. ই. স্কুলের প্ৰধানশিক্ষক হন। সাধক হিসাবেই তাঁর খ্যাতি সমধিক। সাধনকালে তাঁর প্রধান সহযোগী ছিলেন দক্ষিণখণ্ডের সাধুবাবা ও তৎকালীন বারাণসীর লালবাবা। সঙ্গীতসাধক সুরেশচন্দ্র চক্রবর্তী তাঁর সাক্ষাৎশিষ্য। কবি নজরুল ইসলামের উপর যোগী বরদাচরণের প্রভাব যথেষ্ট ছিল। মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর পত্রালাপ চলত। তাঁর সম্বন্ধে শ্রীঅরবিন্দ বলেছিলেন, ‘The Greatest Yogi of Modern Bengal’। এই গৃহী-যোগী কলিকাতায় তাঁর অনুগত এক সাধকমণ্ডলী গড়ে তোলেন। নেতাজী সুভাষচন্দ্র এখানে এসে তাঁর কাছে যোগশিক্ষা নিতেন। বিপ্লবী, সঙ্গীতজ্ঞ ও সাহিত্যিক নলিনীকান্ত সরকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। রচিত যোগসাধনা বিষয়ক গ্ৰন্থ : ‘পথহারার পথ’, ‘দ্বাদশবাণী’ ও ‘Revealed Twelve’।
পূর্ববর্তী:
« বরদাকান্ত লাহিড়ী
« বরদাকান্ত লাহিড়ী
পরবর্তী:
বরদাচরণ মিত্র »
বরদাচরণ মিত্র »
Leave a Reply