বরদাকান্ত লাহিড়ী। বাঁকুড়া। পাঞ্জাব-প্রবাসী বাঙালী। লাহোর প্রধান আদালত ও লুধিয়ানা জেলা আদালতে ওকালতি করে যশস্বী হন। পরে পাঞ্জাবের ফরিদকোট শিখরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অবসর-গ্রহণের পর বারাণসী যান। পাঞ্জাবে থিওসফিক্যাল সোসাইটির প্রাদেশিক সম্পাদক ও ভারতধর্ম মহামণ্ডলের বিশিষ্ট সভ্য ছিলেন। সাহিত্য-সেবায় এবং সনাতন ধর্ম-সংরক্ষণে তাঁর উৎসাহ ও উদ্যোগ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« বরদাকান্ত মুখোপাধ্যায়, রেভারেন্ড
« বরদাকান্ত মুখোপাধ্যায়, রেভারেন্ড
পরবর্তী:
বরদাচরণ মজুমদার, যোগীরাজ »
বরদাচরণ মজুমদার, যোগীরাজ »
Leave a Reply